জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় চাঁদা না পেয়ে সার ডিলারের দোকানে হামলা, ভাঙচুর ও ডিলারকে মারধর করা হয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু থানায় অভিযোগ করেছেন। তিনি হামলা, মারধরের পাশাপাশি মোটরসাইকেল ও আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে দাবি করেছেন, হামলাকারীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পৌষ্য সন্ত্রাসী।
চৌগাছা উপজেলা ভাস্কর্য মোড়ের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর লিখিত অভিযোগ ও থানা ও সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, নাইমুজ্জামান সুমন, মনিরুল ইসলাম, মাজিদুল ইসলাম, ইসাহক আলী ও তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে লেন্টুর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার রাতে তারা লেন্টুর মেসার্স শয়ন ট্রেডার্সে হামলা চালান। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করেন। পরে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দোকান ভাঙচুর ও লেন্টুকে মারধর শুরু করেন।
মারধরের একপর্যায়ে দোকান থেকে ব্যবসায়ীকে বের দিয়ে দোকান তালাবদ্ধ করে দেন তারা। পরে স্থানীয় ব্যবসায়ী ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় দোকানের তালা খুলতে সক্ষম হন লেন্টু। এসময় দোকানে থাকা আট লাখ টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সার ব্যবসায়ী।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোমবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আতিকুর রহমান লেন্টু অভিযোগ করে বলেন, ‘চাঁদার টাকা না দেওয়ায় আমাকে মারধর ও টাকা লুট করে নিয়ে গেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সন্ত্রাসীরা। আমাকে জীবননাশের হুমকি ও দোকান খুলতেও মানা করে দিয়েছে তারা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর সঙ্গে তার বাবা-ভাইসহ পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। তার বাবার সম্পত্তি তিনি একাই ভোগদখল করতে চান। এ নিয়ে তার বাবা আব্দুস সবুরকে মারধরও করেছেন। সেই বিরোধের জের ধরে তার বাবা-ভাইসহ পরিবারের লোকজন এই হামলা করেছেন। এর সঙ্গে আমার বা আমার কোনো কর্মীর সংশ্লিষ্টতা নেই।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর অভিযোগ পেয়েছেন। মামলা রেকর্ডের প্রক্রিয়ায় রয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।