বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইতে সম্পত্তি ক্রয়ের দায়ে সংগীতশিল্পী আদনান সামিকে ৫০ লাখ রুপি জরিমানা করেছেন দেশটির একটি আদালত। ভারতের নাগরিক হওয়ার আগেই ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি না নিয়ে সম্পত্তি ক্রয় করায় তাকে এই জরিমানা করা হয় বলে জানিয়েছে জিও টিভি।
যেই পিটিশন দায়ের করার পর এই আদেশ দেয়া হলো সেখানে তার ওই সম্পত্তি বাজেয়াপ্ত করারও দাবি জানানো হয়েছিল। তবে আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা না দিয়ে জরিমানার অংক ২০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ রুপি করেন। আদেশ ঘোষণার পরবর্তী তিন মাসের মধ্যে এই জরিমানা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। আগের জরিমানার ১০ লাখ রুপি জমা দিয়েছিলেন তিনি।
ওই ফ্লাটগুলো কিনতে সামির প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা খরচ হয়েছিল বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতে পাকিস্তানিরা যে স্থাবর কোনো সম্পত্তির মালিক হতে পারেন না সেই বিষয়টিও জানতেন না সামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।