অনুষ্ঠিত হয়ে গেল ৫১ তম স্যাটার্ন অ্যাওয়ার্ড। একাডেমি অফ সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ও হরর ফিল্ম কর্তৃক প্রতি বছর আয়োজন করা হয় এ ধরনের অনুষ্ঠান। এবারের আসরে জানা গেল ভিন্ন এক তথ্য। অ্যাভাটার সিনেমার পরিচালক জেমস ক্যামেরুন অলরেডি ঘোষণা দিয়েছেন যে, এ সিনেমার পরবর্তী সিকুয়েলের কাহিনী সাজানো হয়ে গেছে।
এছাড়া সায়েন্স ফিকশন সিনেমার বিখ্যাত নির্মাতা নলানকে দেওয়া হল বিশেষ সম্মাননা। তিনি ওপেনহেইমার সিনেমা নির্মাণ করেন। সাইন্স ফিকশন ও হরর সিনেমা এবং টিভি সিরিজ পুরস্কৃত হয়ে থাকে এ ধরনের অনুষ্ঠানে।
তাছাড়া সিনেমার গ্রাফিক্সের কাজ কেমন হয়েছে, ভিজুয়াল এফেক্ট কেমন এ সমস্ত বিষয় বিবেচনা করা হয়। এ ধরনের সিনেমা নিয়ে যেন আরো আগ্রহ তৈরি হয় সেজন্য স্যাটার্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ১৯৭২ সাল থেকেই সিনেমার এই দিকটি বিশেষ বিবেচনায় আনা হয়।
তার আগে সিনেমার গ্রাফিক্স এবং রিয়েল এফেক্ট এর দিকটি পুরস্কারের আওতায় ছিল না। ১৯৭২ সালের পর থেকে সিনেমার এ বিভাগে পুরস্কার দেওয়া শুরু হয়। সিনেমার কারিগরি চিত্রনাট্য কেমন হয়েছে সেটাও বিবেচনা করা হয়।
এ বছর সায়েন্স ফিকশন সিনেমার সেরা পরিচালক হিসেবে জেমস ক্যামেরুন স্যাটান অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। তার নির্মিত সিনেমার দুর্দান্ত গ্রাফিক্স এবং কারিগরি দক্ষতার কারণে এটা সম্ভব হয়েছে। চারটি বিভাগে এ সিনেমা পুরস্কার জিতে নেয়।
পরবর্তী সিনেমার গল্প সাজিয়ে ফেলেছেন জেমস ক্যামেরুন। এভাটারের আরো চারটি সিক্যুয়েল যেন পাবলিশ হতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। অন্যদিকে ওপেনহেইমার মুভি ১১টি বিভাগে মনোনয়ন পায়।
বছরের আরও একটি আলোচিত সিনেমা বারবি কোন অংশে পিছিয়ে ছিল না। এ সিনেমার মূল চরিত্র মারগোট রবি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। সিনেমাটিতে তিনি দুর্দান্ত অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন। জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের স্যাটার্ন অ্যাওয়ার্ডের আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।