বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের শুরুতে ফ্ল্যাগশিপ সিরিজে ১০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছিল ওয়ানপ্লাস। সম্প্রতি চীনের বাজারে পান্ডা হোয়াইট রঙে স্মার্টফোনটির নতুন সংস্করণ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। তবে অন্য রঙের স্মার্টফোনের তুলনায় নতুন ভার্সনের ইন্টারনাল স্টোরেজ বেশি।
ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে ৬ দশমিক ৭ ইঞ্চির এলটিপিও২ অ্যামোলেড এইচডিআর১০প্লাস ডিসপ্লে রয়েছে, যার রেজল্যুশন ১৪৪০X৩২১৬ পিক্সেল। ডিসপ্লেতে সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ১৩০০ নিটস উজ্জ্বলতা পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষায় গরিলা গ্লাস ভিকটাস রয়েছে।
ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ এবং প্রতিষ্ঠানটির নিজস্ব অক্সিজেন ওএস ১২ দেয়া হয়েছে। এতে গ্রাফিকস প্রসেসিং ইউনিটি হিসেবে অ্যাড্রেনো ৭৩০ রয়েছে। ডুয়াল সিমের স্মার্টফোনটিতে হ্যাশেলব্লাডের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এরপর ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। যেটিতে ৩ দশমিক ৩ গুন জুম ফিচার রয়েছে। স্মার্টফোনের সম্মুখে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
নতুন এডিশনের স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যেটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটিতে ডুয়াল ব্যান্ডের ওয়াই-ফাই ৮০২.১১, ওয়াই-ফাই ডিরেক্ট, হটস্পট, ব্লুটুথ ৫.২, জিপিএস, এসএফসি, ডুয়াল ব্যান্ড এজিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি ৩.১সহ একাধিক ফিচার রয়েছে। তবে এ স্মার্টফোনে কোনো ইয়ারফোন জ্যাক দেয়া হয়নি।
ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট, এক্সিলারোমিটার, জায়রো, প্রক্সিমিটি, কম্পাস, কালার স্পেকট্রামসহ একাধিক সেন্সর রয়েছে। বাজারে পান্ডা হোয়াইটের পাশাপাশি কালো ও সবুজ রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। চীনের বাজারে থাকা ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের হোয়াইট এডিশনটির মূল্য ৫ হাজার ৭৯৯ ইউয়ান। আগামী মাস থেকে স্মার্টফোনটি কেনা যাবে। বিশ্ববাজারে উন্মুক্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। —গ্যাজেটস নাউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।