লাইফস্টাইল ডেস্ক : পানির একটি বোতল কিনতে খরচ হয় ১৫ টাকা। কিন্তু এক বোতল পানি কিনতে যদি আপনাকে ৫১ লাখ টাকা খরচ করতে হয়, তাহলে কী করবেন?
তবে সত্যিই এমন পানি রয়েছে, যার ৭৫০ মিলি বা তিন গ্লাস পানি কিনতে আপনার খরচ হবে ৫১ লাখ টাকা। ‘অ্যাকুয়া ডি ক্রিস্টালও ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ বিশ্বের সবচেয়ে দামি পানি এটি। এই ব্র্যান্ডের ৭৫০ মিলি পানির বোতলের মূল্য ৬০,০০০ ডলার, বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ৫১ লাখ টাকা।
ফিজি ও ফ্রান্সের ঝর্না এবং আইসল্যান্ডের হিমবাহ থেকে পানি সংগ্রহ করা হয়। এ পানির বোতলটি ২৪ ক্যারেট সোনা ও প্লাটিনাম দিয়ে তৈরি। মূলত এই বোতলের প্যাকেজিংই খুব ব্যয়বহুল। ক্ষারস্বাদ যুক্ত এই পানিতে ২৩ ক্যারেট সোনার ৫ মিলিগ্রাম সোনার গুঁড়ো মিশ্রিত থাকে, যা শরীরের জন্য বেশ উপকারী ।
এটি প্রয়াত ইতালীয় শিল্পী ‘অ্যামেদিও ক্লেমেন্ত মোদিগ্লিয়ানি’র শিল্পকর্মের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। স্বচ্ছতা, স্মুদনেস এবং এর স্বাদের কারণে এই পানি অন্য পানি থেকে অনেক আলাদা। অবশ্য এ ব্র্যান্ডের সস্তা পানির বোতলও রয়েছে, যার দাম ২২ হাজার টাকা। এছাড়া ২০১০ সালে ‘অ্যাকুয়া ডি ক্রিস্টালও ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’র এ বোতল বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে গিনেস বুকে জায়গা করে নেয়।এবার একটু ভেবেই দেখুন, ৭৫০ মিলিলিটার বা তিন গ্লাস পানির দাম যদি ৫১ লাখ টাকা হয়, তাহলে এক চুমুক পানির দাম কত?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।