আন্তর্জাতিক ডেস্ক: শুক্রাণু দানের মাধ্যমে বিশ্বব্যাপী ৫৫০টিরও বেশি সন্তানের পিতা হওয়ার সন্দেহে একজন ডাচ ব্যক্তিকে শুক্রাণু দান বন্ধ করতে আদেশ দেয়া হয়েছে।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে নেদারল্যান্ডসের ফাটিলিটি ক্লিনিকগুলোতে শুক্রানু দান করা থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল, যখন এটি প্রকাশিত হয়েছিল যে তিনি ১০০টিরও বেশি সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু থামার পরিবর্তে তিনি বিদেশে এবং অনলাইনে শুক্রাণু দান করতে থাকেন।
জোনাথন নামের ৪১ বছর বয়সী ওই ব্যক্তি আবারও শুক্রাণু দান করার চেষ্টা করলে তাকে এক লাখ পাউন্ডেরও বেশি জরিমানা করা হতে পারে। তিনি শত শত নারীকে বিভ্রান্ত করার মাধ্যমে এই কাজ করেছেন বলে জানা গেছে।
হেগের একটি আদালত তাকে বলেছে, তার ব্যবহৃত সমস্ত ক্লিনিকের তালিকা দিতে এবং তাদেরকে তার শুক্রাণু ধ্বংস করার নির্দেশ দিতে।
ডাচ ক্লিনিক্যাল নির্দেশিকা বলে, একজন দাতাকে ১২টি পরিবারে ২৫টির বেশি সন্তানের পিতা করা উচিত নয়।
তবে বিচারকরা বলেছেন, লোকটি ২০০৭ সালে শুক্রাণু দান শুরু করার পর থেকে ৫৫০ থেকে ৬০০র মতো সন্তান উৎপাদনে সহায়তা করেছেন।
বীর্যদানের মাধ্যমে জন্ম নেয়া শিশুদের অধিকার রক্ষাকারী একটি ফাউন্ডেশন এবং তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করে।
আদালতের মুখপাত্র গের্ট-মার্ক স্মেল্ট বলেছেন, ‘বিষয়টি হলো, শত শত সৎ ভাই-বোনের সাথে এই আত্মীয়তার নেটওয়ার্ক অনেক বেশি বড়’।
বিভিন্ন ডাচ ক্লিনিকে ও ব্যক্তিগতভাবে ওই ব্যক্তির ১০০টিরও বেশি সন্তানের জন্ম হয়েছে। তবে তিনি একটি ডেনিশ ক্লিনিকেও দান করেছিলেন, যা তার বীর্য বিভিন্ন দেশে বিভিন্ন ঠিকানায় প্রেরণ করেছিল।
বিচারক থেরা হেসেলিংক বলেছেন, আদালত ‘এই রায় জারির পর নতুন সম্ভাব্য পিতামাতাকে তার বীর্য দান করতে আসামিকে নিষেধ করেছে’।
বিচারক বলেছেন, সম্ভাব্য পিতামাতার কাছে তার পরিষেবার বিজ্ঞাপন দিতে বা তাদের সাথে যোগাযোগ করার অনুমতি তার নেই।
শুক্রাণু দাতাদের বলা হয় তাদের পরিষেবা সীমিত করতে, যাতে সৎ ভাইবোনরা নিজেদের অজান্তে একসাথে সন্তান ধারণ করতে না পারেন।
নেদারল্যান্ডসে এর আগেও এ নিয়ে কেলেঙ্কারি হয়েছে। ২০১৯ সালে একজন ডাচ ফাটিলিটি চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের সম্মতি ছাড়াই গর্ভধারণের জন্য তার নিজের শুক্রাণু ব্যবহার করার অভিযোগ ওঠে। এভাবে তিনি ৪৯ সন্তানের পিতা হয়েছিলেন বলে নিশ্চিত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।