জুমবাংলা ডেস্ক : ৫৫ গ্রাম হেরোইনসহ আটকের ঘটনায় মামলার মাত্র ১৬ কার্যদিবসের মধ্যে বিক্রেতা নাজমুল হোসেনকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জয়পুরহাটে এই প্রথম এত কম সময়ের মধ্যে কোনো আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হলো।
বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. গোলাম সরোয়ার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন পাশ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৯ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় হেরোইন বিক্রি করেন নাজমুল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৫৪ দশমিক ৭০ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসেনকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। তার কাছ থেকে পাওয়া হেরোইনের আনুমানিক মূল্য ধরা হয় সাড়ে ৫লাখ টাকা।
এ ঘটনায় জেলার আক্কেলপুর থানায় মামলা দায়েরের পর আদালতে মিথ্যা তথ্য দিয়ে আটক নাজমুল হোসেন জামিন নিয়ে আত্মগোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকে। চলতি বছরের গত ২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশে তাকে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে পরের দিন (২৫ জুলাই) আদালতে সোপর্দ করে।
এরপর ১৬ কার্যদিবসের মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার ওই মামলার এ রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দনাথ মন্ডল এ মাদকের মামলায় আসামি নাজমুল হোসেনের মৃত্যুদণ্ডাদেশ প্রদানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।