আন্তর্জাতিক ডেস্ক:ভোটের প্রচারে নিজের সাহসের পরিচয় দিতে বারবারই তার ৫৬ ইঞ্চি বুকের ছাতির কথা বলতেন নরেন্দ্র মোদী, তার জন্মদিনে সেই ৫৬ ইঞ্চির আয়োজনই সাজিয়েছে দিল্লির একটি রেস্তোরাঁ।
ভারতের প্রধানমন্ত্রীর ৭২তম জন্মবার্ষিকী শনিবার; আর দিনটি উদযাপনে দিল্লির সেই রেস্তোরাঁ ৫৬ ইঞ্চি ব্যাসের থালায় খাবার পরিবেশন করছে বলে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
খাবারের সেট মেন্যুকে ভারতে ‘থালি’ বলা হয়। ওই থালিতে ৫৬ পদের খাবার থাকছে।
দিল্লির কনট প্লেসের ওই রেস্তোরাঁর মালিক সুমিত কারলা জানান, আগামী ১০ দিনের জন্য এই থালির আয়োজন করা হয়েছে।
“আমরা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরাট ভক্ত। আর আমাদের রেস্তোরাঁও থালির জন্য বিখ্যাত। প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দেশ ও দেশের নাগিরকদের জন্য মোদীজী যা করেছেন, তার প্রতি সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।”
কারলা আরও জানান, ১৭ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যারা ৫৬ ইঞ্চির থালিতে খাবার খাবেন, তাদের মধ্যে দুজনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। বিজয়ীরা কেদারনাথ মন্দিরে বিনামুল্যে ভ্রমণের সুযোগ পাবেন। কারণ কেদারনাথ মোদীর পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি।
এছাড়া কোনো দুই ব্যক্তি একসঙ্গে বসে ৪০ মিনিটে থালি শেষ করতে পারলে তাদেরকেও সাড়ে আট লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে এই রেস্তোরাঁ।
থালিতে থাকছে কী
থালিতে ২০ পদের সবজি, রুটি এবং ডাল রাখা হয়েছে। মিষ্টান্নের মধ্যে রয়েছে দিল্লির বিখ্যাত গুলাব জামুন এবং কুলফি। এই খাবারগুলো মূলত ভারতের উত্তর প্রদেশের।
মধ্যাহ্নভোজের জন্য নিরামিষ থালির দাম ধরা হয়েছে ২ হাজার ৬০০ রুপি; আর আমিষ খেতে খরচ পড়বে ২ হাজার ৯০০ রপি।
আর রাতে খেতে হলে প্রতি থালির সঙ্গে অতিরিক্ত ৩০০ রুপি যোগ করতে হবে। তবে অতিরিক্ত দামের কারণ সম্পর্কে জানানো হয়নি।
এই রেস্তোরাঁয় দক্ষিণী সিনেমার নামে ‘পুষ্পা থালি’ এবং ‘বাহুবলি থালি’ও প্রচলিত আছে।
অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে চার ছেলে ও দুই মেয়ের জন্ম দিলেন নারী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।