বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপলকে ৫০ লাখ ইউরো বা ৫৭ লাখ ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডস। অ্যাপ স্টোরে তৃতীয় পক্ষের পেমেন্ট প্লাটফর্ম ব্যবহার করতে না দেয়ায় এ জরিমানা করেছে নেদারল্যান্ডসের অ্যান্টিট্রাস্ট তদারকি সংস্থা। খবর রয়টার্স।
দি অথরিটি ফর কনজিউমার্স অ্যান্ড মার্কেটস (এসিএম) জানায়, বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করছে আইফোন নির্মাতা কোম্পানিটি। বিভিন্ন ডেটিং অ্যাপে তৃতীয় পক্ষের পেমেন্ট প্লাটফর্ম ব্যবহার করতে দিচ্ছে না অ্যাপ স্টোর।
১৫ জানুয়ারির মধ্যে এসিএম প্রস্তাবিত নীতিমালা কার্যকর করতে ব্যর্থ হওয়ায় অ্যাপলকে ৫০ লাখ ইউরো জরিমানা করল তদারকি সংস্থাটি। এ নিয়ে ইইউভুক্ত দেশটিতে পঞ্চমবারের মতো জরিমানার মুখোমুখি হলো ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
অ্যাপ স্টোরে ইন-অ্যাপ পারচেজে অ্যাপলের নিজস্ব পেমেন্ট প্লাটফর্ম ব্যবহারে বাধ্য করা হচ্ছে। এক্ষেত্রে তারা ৩০ শতাংশ কমিশন নিচ্ছে; যা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে সমালোচনার মুখোমুখি হচ্ছে।
বৈশ্বিক সমালোচনার মুখে সম্প্রতি এক ব্লগ পোস্টে অ্যাপল জানায়, তারা ইন-অ্যাপ পারচেজে ২৭ শতাংশ কমিশন রাখার চিন্তা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।