জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা অধিদপ্তরের পাঁচ কারা তত্ত্বাবধায়ককে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন : কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে সিনিয়র তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন মোল্লাকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খানকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশিক্ষণ ও ক্রীড়া) মো. তায়েফ উদ্দিন মিয়াকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক ও নাটোর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মোছা. কাওয়ালিন নাহারকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদে যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।