
স্যামসাঙের বহুল–প্রতীক্ষিত ট্রাই ফোল্ডেবল স্মার্টফোন এবার আনুষ্ঠানিক লঞ্চের খুব কাছাকাছি। কোরিয়ান দৈনিক The Chosun Daily–র এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ৫ ডিসেম্বর বাজারে আসতে পারে Samsung Galaxy Z TriFold।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে স্যামসাঙের আসন্ন ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনকে ঘিরে নানা তথ্য ফাঁস হয়েছে। এবার কোরিয়ান ওয়েবসাইট The Chosun Daily তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডাস্ট্রি সোর্সের বরাতে স্যামসাঙ ২০২৫ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মতো তিনবার ভাঁজ করা যায় এমন স্মার্টফোন বাজারে উন্মোচন করতে পারে।
রিপোর্ট অনুযায়ী, স্যামসাঙের ইলেকট্রনিক ইন্টারনাল টিম নিশ্চিত করেছে যে কোম্পানি বহু প্রতীক্ষিত এই ট্রাই ফোল্ডেবল টেকনোলজি ঠিক ওই তারিখেই মঞ্চে আনবে। যদিও এখনও পর্যন্ত ডিভাইসটির অফিসিয়াল নাম ঘোষণা করেনি স্যামসাঙ, তবে বহুল আলোচিত নাম Samsung Galaxy Z TriFold–ই বাজারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ফোনটি নিয়ে নানা গুঞ্জন চলছে—ডিসপ্লে সাইজ, হিঞ্জ ডিজাইন, মাল্টিটাস্কিং সুবিধা, এবং নতুন সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে প্রযুক্তি মহলে উত্তেজনা তুঙ্গে। তবে অফিসিয়াল লঞ্চের আগ পর্যন্ত ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে স্যামসাঙের চূড়ান্ত ঘোষণার জন্য।
রিপোর্ট অনুযায়ী স্যামসাঙের পক্ষ থেকে একটি পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত করা হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে Galaxy Z TriFold ফোনটি বাজারে লঞ্চ করা হবে। আগামী 5 ডিসেম্বর এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ফোনের নাম, স্পেসিফিকেশন, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। মনে করিয়ে দিই জুলাই মাসে কোম্পানির প্রেসিডেন্ট Samsung TriFold smartphone ফোনটি প্রকাশ্যে এনেছিল। কোম্পানি 5 ডিসেম্বর লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানালেও, আগামী বছরে ফোনটির সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি ভারতের বাজারে সেল করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
লিকের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং Samsung Galaxy Z TriFold ফোনটি দামি হতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে ফোনটির দাম 4.5 মিলিয়ন কোরিয়ান ওয়ান হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 2,71,750 টাকার কাছাকাছি। অর্থাৎ এই স্যামসাঙ ফোনটির দাম আড়াই লক্ষ টাকার থেকেও বেশি হবে। এই টাকায় 24 ক্যারেট গোল্ড অর্থাৎ প্রায় 225 গ্রাম সোনা কেনা যাবে।
Samsung Galaxy Z TriFold ফোনটি একটি তিনবার ভাজ হওয়া ফোন হতে পারে। ফোনটিতে 6.5 ইঞ্চির আউটার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি সম্পূর্ণ আনফোল্ড করার পর 10 ইঞ্চির ফ্লেক্সিবল ডিসপ্লে পাওয়া যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি ভাজ অবস্থায় প্রায় 14mm এবং ওপেন অবস্থায় 4.2mm হবে।
Samsung Galaxy Z TriFold ফোনটিতে QXGA+ Dynamic AMOLED 2X Infinity Flex প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট, 368 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 2600 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,600mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস পাওয়ার শেয়ার টেকনোলজি থাকবে বলে আশা করা হচ্ছে।
স্যামসাঙের তিনবার ভাজ হওয়া ফোনের অন্যান্য তথ্য আসা মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



