জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪র্থ সমাবর্তনে যোগ দিবেন। খবর বাসসের।
জেলার রাঙ্গুনিয়া উপজেলায় চুয়েট ক্যাম্পাসে বিকেল ৩ টায় মূল সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দিবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ অনুষ্ঠানে যোগ দিবেন।
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম জানান, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসাবে অনুষ্ঠানে যোগ দিবেন।
পাঁচটি বিভিন্ন অনুষদ ও শিক্ষাবর্ষের ২৫০০ শিক্ষার্থী শিক্ষা সনদ গ্রহণ করবে। বিশেষ কৃতিত্বের জন্য আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম থেকে ৪ জন শিক্ষার্থী স্বর্ণ পদক ও ক্রেস্ট গ্রহন করবে।
সূত্র জানায়, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।