আন্তর্জাতিক ডেস্ক: পাঁচটি দেশের পর্যটকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জার্মানি। সেই পাঁচ দেশের মধ্যে ভারতও রয়েছে। এছাড়া অন্য চার দেশ হলো, ব্রিটেন, পর্তুগাল, রাশিয়া ও নেপাল। খবর বিবিসি’র।
পাঁচ দেশ থেকে করোনাভাইরাস ছড়ানোর ভয় নেই, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে- এসব দেশের পর্যটকরা এবার থেকে জার্মানি ভ্রমণ করতে পারবেন। তবে মানতে হবে কিছু শর্ত। যে সব পর্যটক জার্মানি যাবেন, তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
জার্মানির ন্যাশনাল ডিজিস কন্ট্রোল সেন্টার দ্য রবার্ট কচ ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচটি দেশের পর্যটকরা জার্মানি ভ্রমণে আসতে পারবেন।
করোনার ভিন্ন প্রজাতি সম্বলিত এলাকার তালিকা থেকে এই দেশগুলোকে বাদ দিয়েছে জার্মানি। বুধবার থেকে এই দেশগুলোর পর্যটকরা জার্মানি যেতে পারবেন বলে জানানো হয়েছে।
তবে এখনো বেশ কিছু দেশের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে জার্মানি। তার মধ্যে রয়েছে ১১টি দেশ। সেগুলো হলো বোতসোয়ানা, ব্রাজিল, এসওয়াতিনি, লেসোতো, মালাবি, মোজামবিক, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।