স্পোর্টস ডেস্ক: চলমান জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সময় সতীর্থ ক্রিকেটাকে মারধরের অপরাধে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার শাহাদাত হোসেন। এ ছাড়াও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এ পেসারকে।
বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহাদাতের শাস্তির কথা জানান।
তিনি জানান ৫ বছরের মধ্যে শেষ ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা, চাইলে আগামী ২৬ নভেম্বরের মধ্যে বিসিবির কাছে শাস্তি কমানোর আপিল করতে পারবেন শাহাদাত।
রোববার বিকাল ৩টার দিকে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটান শাহাদাত। পরেদিনের খেলা শেষে দুই ফিল্ড আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে ম্যাচের বাকি দুইদিনের জন্য সাসপেন্ড করেন।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য থেকে জানা গেছে, রোববার ম্যাচের দ্বিতীয় দিনে লংঅফে ফিল্ডিং করছিলেন শাহাদা। তার পাশেই ছিলেন আরাফাত সানি জুনিয়র। বোলিং করছিলেন মোহাম্মদ শহীদ। এসময় শাহাদাত বল ঘষে উজ্জ্বল করার জন্য আরাফাতকে বলেন। আরাফাত সেটি পারবেন না বা পারছেন না বলে জানান।
এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহাদাত, সঙ্গে সঙ্গেই সতীর্থের দিকে তেড়ে যান। আরাফাতকে ধরে ধাক্কা দেন। এক পর্যায়ে তাকে লাথিও মারেন। পরে অন্য ক্রিকেটাররা এসে পরিস্থিতি শান্ত করেন। মাঠে এমন বাজে আচরণের পরও খেলা চালিয়ে যান শাহাদাত।
পরেদিনের খেলা শেষে ম্যাচ রেফারি আখতার আহমেদ সিপার এমন ঘটনায় ম্যাচের বাকি দুদিনের জন্য শাহাদাতকে বহিষ্কার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।