জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে ৫ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৪ সন্তানের জনক প্রতিবেশী দাদা মামুনুর রশিদ জুপিটারকে (৪০) আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শিশুটির দাদি থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত জুপিটারকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলায়। আটক জুপিটার একই গ্রামের তায়েব উদ্দিনের ছেলে।
মামলার বিবরনে জানা গেছে, পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা চেচঁড়া গ্রামের ওই শিশুটি গত ১৪ জুন দুপুরের দিকে বাড়ি থেকে খেলাধুলার জন্য বাহিরে যায়। ঘণ্টাখানেক পরে বৃষ্টির পানির মধ্যে শিশুটি দৌড়ে এসে দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
দাদি কাঁদার কারণ জানতে চাইলে নাতনি সব বলে। পরে জুপিটার বিষয়টি মীমাংসার জন্য চাপও দেয় শিশুটির পরিবারকে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মামলার পর অভিযুক্তকে আটক করে পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ছোট্ট একটি শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের হয়েছে। এরপরেই অভিযুক্তকে আটকও করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।