জুমবাংলা ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। গত ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী অর্থনীতি চীনে চাহিদা কমেছে। অধিকন্তু দেশটির ইস্পাত কারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে আকরিক লোহার মূল্য নিম্নমুখী হয়েছে।
মধ্য মার্চে হঠাৎ বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। সেই রেশ না কাটতেই সম্প্রতি ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ধস নেমেছে। এ নিয়ে বিগত ৩ মাসের মধ্যে তিনটি মধ্যম আকারের মার্কিন ঋণদাতা ব্যাংক ক্ষতিগ্রস্ত হলো।
এ পরিস্থিতিতে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৫ দশমিক ০২ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯৪ ডলার ৪৫ সেন্টে। ২০২২ সালের ২৮ নভেম্বরের পর যা সর্বনিম্ন।
অন্যদিকে, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৭৮ দশমিক ৫ ইউয়ান বা ৯৮ ডলার ২১ সেন্টে। ২০২২ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।
এছাড়া সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রিবারের দর হ্রাস পেয়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। এক টনের দাম দাঁড়িয়েছে ৩৫৪৪ ইউয়ানে। গত ৬ মাসের মধ্যে তা সর্বনিম্ন।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বহুজাতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (এনএনজেড) ব্যাংকের বিশ্লেষকরা বলেন, ইউএস আঞ্চলিক ব্যাংকগুলোতে সংকট দেখা দিয়েছে। চীনে চাহিদা কমেছে। এতে লৌহ আকরিকের বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।