গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ফয়সাল (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এতে করে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
ধর্ষক ফয়সালের বাড়ি উপজেলার আড়াবাড়ি এলাকায়। তিনি মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের ছাত্র।
সেখানে চিকিৎসা শেষে ওই ছাত্রী বর্তমানে বাড়িতেই অবস্থান করছে। বিষয়টি জানাজানি হওয়ায় লজ্জায় স্কুলেও যাওয়া বন্ধ করে দিয়েছে সে।
ওই ছাত্রীর বাবা বলেন, মেয়ের চিকিৎসা চলছে। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি। সুস্থ হলে মেয়েকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দেবো।
এ বিষয়ে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, ওই ছাত্রীর বাবা আমাকে বিষয়টি জানিয়েছে। বিষয়টা স্পর্শকাতর তাই আমি তাকে আইনের সহায়তা নিতে বলেছি।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলানিউজ/আরএস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।