স্পোর্টস ডেস্ক: করোনায় অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের সহায়তা করতে এবার ৬শ’র বেশি পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার নাজমুল হোসেন অপু, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
নারায়ণগঞ্জে আর্থিকভাবে বিপদে পড়া ৬শ’র বেশি পরিবারকে ‘ঈদ বাজার’ দিয়েছেন এই তিন ক্রিকেটার।
সম্প্রতি দেশের হয়ে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে বিক্রি করেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায়।
আর মুশফিকের সেই ব্যাটটি কিনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’। সেই অর্থ থেকে ‘ঈদ বাজারে’র জন্য এক লাখ টাকা দিয়েছেন মুশফিক।
অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নাজমুল হোসেন অপু বলেন, নিলামে বিক্রি করা ব্যাটের টাকা থেকে এক লাখ টাকা দিয়েছে মুশফিক। বাকিটা আমি ও তামিম ভাই মিলে আমরা ঈদ উপহার দিলাম নারায়ণগঞ্জের ৬শ ৩৫ পরিবারকে। তবে নারায়ণগঞ্জের বাইরে গজারিয়ায়ও ঈদ উপহার দিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।