জুমবাংলা ডেস্ক : ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বরিশাল বিভাগ থেকে লঞ্চে যাচ্ছে প্রায় এক লাখ মানুষ।
পদ্মা সেতুতে সড়ক পথে কিছু লোক গেলেও বাকিদের যাতায়াতের প্রধান বাহন হবে লঞ্চ। তাই প্রস্তুত রাখা হয়েছে বিলাসবহুল অন্তত ৬০টি লঞ্চ। বিভাগের প্রত্যেকটি উপজেলা থেকে এসব লঞ্চ ছেড়ে যাবে।
বরিশাল মহানগর আওয়ামী লীগ ও একই সঙ্গে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে বরিশাল বিভাগ থেকে এক লাখ মানুষ যাবে। সে লক্ষ্যে তিন থেকে চারতলাবিশিষ্ট ৬০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।
এর মধ্যে বরিশাল লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে ১০টি লঞ্চ। বাকিগুলো উপজেলা থেকে ছেড়ে যাবে। প্রত্যেক উপজেলা থেকে সর্বনিম্ন একটি থেকে চারটি লঞ্চ ছাড়া হবে।
সাইদুর রহমান রিন্টু আরও বলেন, ‘যেহেতু সমাবেশস্থলে যেতে ঢাকার মতই সময় লাগবে, তাই আমরা ২৪ জুন রাত ১০টার দিকে লঞ্চগুলো ছেড়ে দেব। বরিশাল নগরী থেকেই ২০ থেকে ২৫ হাজার মানুষ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বরিশাল লঞ্চঘাটে ১০টি লঞ্চ রাখা হবে।
‘এ ছাড়া গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুরসহ উত্তরের উপজেলাগুলো থেকে বাস ছেড়ে যাবে। মোট কথা, এক লাখ লোক যাতে যেতে পারে সেজন্য আমরা বাস ও লঞ্চ মিলিয়ে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।