জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে বন্দি মানুষ। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোকে নিত্যপণ্য দেওয়া হচ্ছে; দেওয়া হচ্ছে নগদ টাকাও। তথ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত প্রায় ৬১ লাখ পরিবারকে চাল দেওয়া হয়েছে এবং প্রায় ৩৫ লাখ পরিবারকে দেওয়া হয়েছে নগদ অর্থ সহায়তা।
সরকারি তথ্যমতে, ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি পরিবারকে নগদ ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ হিসেবে গড়ে প্রত্যেক পরিবার পেয়েছে ৮৯ টাকা ৫৯ পয়সা।
একই সঙ্গে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে মোট ৬০ লাখ ৯০ হাজার ৯০টি পরিবারের দুই কোটি ৭৭ লাখ মানুষের কাছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি চালের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১১ কেজি।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাতে তথ্য অধিদপ্তর আরও জানায়, এ যাবত বরাদ্দ দেওয়া হয়েছে ৯২ হাজার ৪৮০ টন চাল এবং নগদ ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা।
এছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে এক কোটি ৩৯ লাখ ৭২৩ পরিবারে বিতরণ করা হয়েছে পাঁচ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা। এ খাতে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



