নিজস্ব প্রতিবেদক : আজ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির জন্মদিন।
১৯৫৯ সালের এইদিনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মেহের আফরোজ চুমকি। ৬২ বছর শেষে করে ৬৩ বছরে পা রাখলেন কালীগঞ্জের শান্তিকন্যা হিসেবে খ্যাত মেহের আফরোজ চুমকি এমপি। সদা হাস্যময়ী এই মানুষটি দীর্ঘজীবি হউক এবং দেশ ও জাতীর কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করুক এ প্রত্যাশা কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের।
শান্তি কন্যার মেহের আপরোজ চুমকি এমপি’র ৬৩তম জন্মদিনে কালীগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ ওই সাংবাদিক সংগঠনের সকল নেতৃবৃন্দ তাঁর দীর্ঘায়ো কামনা করেছেন।
জন্মদিন উপলক্ষে মেহের আফরোজ চুমকি এমপি মুঠোফোনে তার এক প্রতিক্রিয়ায় বলেন, কালীগঞ্জের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা আমাকে একাধিকবার নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছে এবং তাদের ভালোবাসাই আমি দুই দুই বার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। আমি যেন সর্বদা কালীগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে পারি এ কামনাই মহান আল্লাতাআলার কাছে করি।
এমপির সহকারী ব্যক্তিগত সচিব মো. মাজেদুল ইসলাম সেলিম জানান, নেত্রীর এবারের জন্মদিনে কেক কাটায় আপত্তি থাকার কারণে কোথাও কেক কাটা হচ্ছে না। তবে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী এবং নানা সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে নেত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছেন বলেও জানান এমপি’র এপিএস মাজেদুল ইসলাম সেলিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।