জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে ৩ দিনব্যাপী ক্লাইমেট ও স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার অন্যমত আকর্ষণ ৬৫ কেজি ওজনের মানকচু। একই সঙ্গে মঞ্চের সম্মুখভাগে নান্দনিক সবজিবৃত্ত সমভাবে আকৃষ্ট করছে আগতদের।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর ফকিরহাটের আয়োজনে আট্টাকি স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। প্রযুক্তির সঙ্গে বিভিন্ন চাষাবাদের মডেলও উপস্থাপন করেছে কৃষি বিভাগ। মেলার স্টলগুলোতে রয়েছে বিভিন্ন বারমাসি ও উচ্চ ফলনশীল সবজি এবং ফল। এ মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কৃষক অরুপ ঘোষের ৬৫ কেজি ওজনের মানকচু। মানকচুটির উচ্চতা প্রায় ৮ ফুট। দাম হাঁকা হয়েছে ৩২০০ টাকা। ৬০-৬৫ কেজি ওজনের আরও অনেক কচু রয়েছে অরুপের পান বরজের পাশে।
কৃষক অরুপ ঘোষ বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে ১০ কাটা জমির বরজের পাশে বরজের পাশে ছাই ও গোবর সার দিয়ে ১৩০টি কচু লাগিয়েছিলাম। সেগুলো বর্তমানে ১০ থেকে শুরু করে ৬৫ কেজি পর্যন্ত হয়েছে। বাজারে কচুর দাম ও চাহিদা দুটোই ভালো। ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি করতে পারছি। মাত্র দুই বছরেই এ কচুটির ওজন ৬৫ কেজি হয়েছে। বরজের পাশে পতিত জায়গায় কচু লাগিয়ে বেশ লাভবান হয়েছি।
ফারুক হোসেন নামের এক ব্যক্তি বলেন, আমাদের বাড়িতেও বিনা যত্নে কচু হয়। তবে যত্ন করলে কচু এত বড় হতে পারে তা জানা ছিল না। অরুপ যে পদ্ধতিতে কচু লাগিয়েছে আমরাও চেষ্টা করব সে পদ্ধতিতে কচু লাগানোর।
এদিকে বিভিন্ন সবজি দিয়ে মঞ্চের সম্মুখভাগে তৈরি সবজি বৃত্তের সঙ্গে ছবি তুলতে ভিড় জমিয়েছে মেলায় আগতরা। বাহারি সব সবজি দিয়ে তৈরি এ বৃত্ত আলাদা সৌন্দর্য এনেছে মেলায়। বৃত্তের শেষ ভাগে এক পাশে সাদা কাগজের ওপর রঙিন ধান দিয়ে লেখা হয়েছে স্মার্ট ফকিরহাট।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত বলেন, স্মার্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা এ মেলার আয়োজন করেছি। কৃষকদের তাৎক্ষণিকভাবে নিবন্ধনেরও ব্যবস্থা করেছি। এছাড়া যেসব সফল কৃষক রয়েছে তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী রেখেছি আমরা। যাতে অন্য কৃষকরা এসব চাষাবাদে আগ্রহী হয়।
তিনি আরও বলেন, অরুপ ঘোষ একজন সফল কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে বরজের পাশে পড়ে থাকা জমিতে মানকচু চাষ করে সে সফল হয়েছে। চাষিরা যদি সবজি ক্ষেতের পাশে সাথিফসল করেন, তাহলে চাষিদের আয় বৃদ্ধি পাবে কয়েকগুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।