মুন্সিগঞ্জ প্রতিনিধি: প্রায় ৬৫ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে পদ্মা উত্তাল থাকায় এ নৌরুটে বন্ধ ছিল ফেরি ও লঞ্চ চলাচল।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করে। নদীর ঢেউ ও ঝড়ো হওয়া কেটে গেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
লঞ্চেও মানুষ যাতায়াত করছে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বুধবার সকাল থেকে ফেরি এবং আগেরদিন মঙ্গলবার বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
বুধবার সকালে ঢেউয়ের তোড়ে শিমুলিয়ার ২ নম্বর ফেরি ঘাটের পন্টুন ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পানি বেড়ে সংযোগ সড়কও জলমগ্ন হয় এবং তিন ঘাটের সংযোগ সড়কে পানি উঠে নাজুক অবস্থা সৃষ্টি হয়। ঘাট রক্ষায় ফেলা হয় বালুর বস্তা। এমন পরিস্থিতিতে ফেরি ও লঞ্চসহ সব নৌযান বন্ধ হয়ে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।