স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে বিশ্বের প্রায় সব ক্রীড়া আসর। তবে এই করোনার মাঝেই অনেক শর্তসাপেক্ষ গেল শনিবার (১৬ মে) থেকে ফের মাঠে গড়িয়েছে জার্মানির ক্লাব ফুটবল লিগের সর্বোচ্চ আসর বুন্দেসলিগা। আর এরই প্রেক্ষিতে ফুটবলের পর এবার ক্রিকেটকে মাঠে ফেরাতে আগামী জুনে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে ক্লাব ক্রিকেট।
আগামী জুন মাসের ৬ তারিখ থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রতিযোগিতা। এর ঠিক এক সপ্তাহ পরেই শুরু হবে ওয়ানডে টুর্নামেন্ট। যার ফাইনাল ম্যাচটি হবে ১৯ সেপ্টেম্বর।
বলে ঘাম বা লালা ব্যবহার করা যাবে না, তা খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মোমের সাহায্যে বলের পালিশ বজায় রাখা যায় কি না তা নিয়ে চিন্তা-ভাবনা করছে ডারউইন ক্রিকেট ম্যানেজমেন্ট গ্রুপ। এক্ষেত্রে আম্পায়ারদের তদারকিতে এটা করা হবে।
এদিকে কর্তৃপক্ষ থেকে ক্লাবগুলোকে বলা হয়েছে, কোভিড-১৯ থেকে বাঁচার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নিজেদের নিতে। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা প্রতিযোগিতা শুরুর আগে নর্দার্ন টেরিটরি গভর্নমেন্টের কাছে জানাতেও বলা হয়েছে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) দেখছে খুঁটিনাটি সমস্ত দিক।
প্রসঙ্গত, গেল ১৩ মার্চ শেষ বার অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের সেই এক দিনের ম্যাচ সিডনিতে হয়েছিল ফাঁকা গ্যালারিতে। এরপর করোনাভাইরাসের কারণে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।
গত দুই মাস ধরে ক্রিকেট বন্ধ থাকায় গৃহবন্দি হয়ে আছেন তারকা ক্রিকেটাররা। ঠিক সেই কারণেই ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত ব্যপক সাড়া ফেলেছে। ম্যাচগুলো অবশ্য ফাঁকা গ্যালারিতে হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।