জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের সামনে একটি পোশাক কারখানার ছয় তলার ছাদ থেকে লাফ দিয়ে আমেনা খাতুন (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ফতুল্লার শাসনগাও এলাকায় অবস্থিত বিসিকে ফকির অ্যাপারেলস নামের একটি রফতানিমুখী পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মালিক পক্ষ প্রেমিক জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আমেনা খাতুন নাটোর জেলার গৌরিপুর আউডাইল গ্রামের হাবিব ও ফিরোজা বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ নয়াটোলা এলাকার আলী আশরাফ গাজীর ছেলে জুয়েল (৩৩) ও আমেনা খাতুন একই সঙ্গে ফকির অ্যাপারেলসে কাজ করতেন। এতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের জেরে জুয়েল বিভিন্ন সময় আমেনার কাছ থেকে টাকা ধার নেন। সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে জুয়েলের কাছ থেকে পাওনা টাকা দাবি করেন আমেনা। এনিয়ে দুজনের মধ্যে কারখানার ছাদে ঝগড়া হয়। একপর্যায়ে জুয়েলের সামনেই আমেনা ছাদ থেকে লাফিয়ে মাটিতে পড়েন। এতে সঙ্গে সঙ্গে আমেনার মৃত্যু হয়।
ঘটনার পরপর মালিক পক্ষ জুয়েলকে আটক করে পুলিশে দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পুরো বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।