জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস শুরু থেকে এখন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর থেকে খোলার ইঙ্গিত দিয়েছে সরকার। প্রথম ধাপে বিশ্ববদ্যিালয় খোলার কথা বলা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তার আগেই আগামী ২১ আগস্ট থেকে অর্থাৎ ৬ দিন পর মেডিকেল কলেজের ক্লাস চালু হতে পারে। ইতোমধ্যে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এমন সুপারিশ করেছে।
শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ আগামী ২১ আগস্ট বা কাছাকাছি যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ, পঞ্চম বর্ষ ও শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে।
বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। ইতোমধ্যে মেডিকেলের এসব শিক্ষার্থীকে ২ ডোজ টিকা দেয়া হয়েছে। তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দেন।
এগুলো হলো-
১. ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।
২. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৩. হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
৪. শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
৫. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা ও আইসোলেশন এবং কেউ তাদের সংস্পর্শে এলে ১৪ দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।