আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে ভারতে স্বীকৃত স্টার্টআপ ছিল মাত্র ৪৭১টি। কিন্তু পরের ছয় বছরেই তা বেড়ে হয়েছে ৭২ হাজারের বেশি। শুক্রবার (২২ জুলাই) ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ এ তথ্য জানিয়েছেন।
রাজ্যসভায় এক লিখিত জবাবে ভারতীয় প্রতিমন্ত্রী বলেছেন, স্টার্টআপ ও প্রযুক্তি ইকোসিস্টেম যে কোনো দেশের জন্য প্রবৃদ্ধির চালিকাশক্তি। এটিকে স্বীকার করে সরকার ২০১৬ সালের ১৬ জানুয়ারি ‘স্টার্টআপ ইন্ডিয়া’ কর্মসূচি চালু করে, যার লক্ষ্য ভারতের স্টার্টআপ সংস্কৃতিকে লালন করার জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্যোক্তাদের সমর্থন এবং বৃহৎ আকারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
তিনি জানান, ২০১৬ সালে যেখানে ভারতে স্বীকৃত স্টার্টআপ ছিল মাত্র ৪৭১টি। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৯৯৩টি। অর্থাৎ গত ছয় বছরে ভারতে স্টার্টআপের সংখ্যা বেড়েছে ১৫৪০০ শতাংশ।
৫৬টি বৈচিত্র্যময় খাতের স্টার্টআপগুলোকে স্বীকৃতি দিয়েছে ভারতের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ (ডিপিআইআইটি)। ইন্টারনেট অব থিংস (আইওটি) রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্লেষণের মতো উদীয়মান প্রযুক্তি সম্পর্কিত খাতে সাড়ে চার হাজারের বেশি স্টার্টআপ স্বীকৃতি পেয়েছে।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (ডিএসটি) ২০১৬ সালে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপিং অ্যান্ড হার্নেসিং ইনোভেশনস (নিধি) নামে একটি কর্মসূচি শুরু করে, যা সফল স্টার্টআপের ধারণা ও উদ্ভাবনকে (জ্ঞান-ভিত্তিক এবং প্রযুক্তি-চালিত) সমর্থন করে। এর কর্মসূচির আওতায় উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে সহায়তা করা হয়।
জৈবপ্রযুক্তি খাতে উদ্ভাবনে উদ্বুদ্ধ করার জন্য বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসট্যান্স কাউন্সিল (বিআইআরএসি) এর মাধ্যমে সহযোগিতা দিচ্ছে ভারতের জৈবপ্রযুক্তি বিভাগ। দ্য ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স (আইডিইএক্স) চালু করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উৎপাদন বিভাগ। এটি প্রতিরক্ষা ও মহাকাশ সংক্রান্ত উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নে উৎসাহিত করে এবং এর জন্য প্রয়োজনীয় অনুদান দেয়।
এসব উদ্ভাবনী প্রোটোটাইপের বিকাশে অনুদান হিসেবে দেড় কোটি রুপি পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে। সারা দেশে ছড়িয়ে থাকা আইআইটি, আইআইএম এবং অন্যান্য বেসরকারি ইনকিউবেটরগুলোর কাছ থেকেও প্রচুর সমর্থন পেয়েছে স্টার্টআপগুলো।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।