স্পোর্টস ডেস্ক : আজ থেকে মাঠে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগ তথা বিসিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও নর্থ জোন। সাউথ জোন প্রথমে ব্যাট করতে নেমে ২৬২ রানে অলআউট হয়। বিকেলে নর্থ জোন তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৪ উইকেট হারায়। ৪টি উইকেটই নিয়েছেন নর্থ জোনের পেসার শফিউল ইসলাম।
ইনিংসের প্রথম বলেই লিটন কুমার দাস শফিউলের বলের লাইন মিস করেন। বল তার প্যাডে আঘাত হানে। শফিউলসহ সতীর্থরা এলবিডব্লিউর আবেদন জানান। আম্পায়ার হাত তোলেন।
পরের বলে জুনায়েদ সিদ্দিকী ২টি রান নেন। তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। চতুর্থ বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটসম্যান মিজানুর রহমান। পঞ্চম বলে ২ রান নেন নতুন ব্যাটসম্যান নাঈম ইসলাম। ষষ্ঠ বলে তাকেও বোল্ড করেন শফিউল।
৬ বলে ৪ রান দিয়ে প্রথম ওভারেই ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান জাতীয় দলের এই পেসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।