স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ছয় বলে ছয়টি ছয় মেরে আলোচনায় এসেছেন লিও কার্টার নামের এক তরুণ। ওয়েলিংটনে জন্ম নেওয়া ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের বাবাও ছিলেন ক্রিকেটার।
রবিবার নিউ জিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ২৯ বলে অপরাজিত ৭০ রান করার পথে রেকর্ড গড়েন লিও। ২২টি টি-টোয়েন্টি খেলে এদিনই প্রথম অর্ধশতক হাঁকান। নর্দান ডিস্ট্রিক্টসের করা ২১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে লিও’র বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই জয় পায় ক্যান্টবেরি।
মাত্র ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই তরুণের বাবার নাম বব কার্টার। কখনো জাতীয় দলে না খেললেও ৭০/৮০’র দশকে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বব মোটামুটি পরিচিত মুখ ছিলেন।
বাবার পথে হেঁটে ক্রিকেটে নাম লেখানো লিও তুলনামূলক বেশি সফল। প্রথম শ্রেণিতে এক সেঞ্চুরির পাশাপাশি আছে ৯টি হাফসেঞ্চুরি। গড়টাও তার চোখে পড়ার মতো, ৪৫.৩০।
লিওর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তিনজন ছয় বলে ছয়টি ছয় হাঁকানোর রেকর্ড গড়েছেন: যুবরাজ সিং (২০০৭), রস হোয়াইটলি (২০১৭), হযরতউল্লাহ জাজাই (২০১৮)।
অন্য ফরম্যাটে এই রেকর্ড আছে স্যার গ্যারি সোবার্স এবং রবি শাস্ত্রীর। দুজনই প্রথম শ্রেণিতে। ওয়ানডেতে আছে হার্শেল গিবসের।
এদিন লিওদের জয় পেতে শেষ ৩০ বলে লাগত ৬০ রান। হাতে ছিল সাত উইকেট। পাঁচ নম্বরে নামা এই ব্যাটসম্যান বাঁহাতি স্পিনার আন্তন ডেভিচকে ১৬তম ওভারে নাকানি-চুবানি খাওয়ান। ২৪১.৩৭ স্ট্রাইকরেটে ওভালের লেগ-সাইড ব্যবহার করে যে কয়টি ছয় হাঁকান, তা ছিল দেখার মতো। এদিনের অবাক করা এই স্ট্রাইকরেট লিও’র গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রায় দ্বিগুণ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।