স্পোর্টস ডেস্ক: নারীদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সন্তান কোলে নিয়ে স্টেডিয়ামে ঢুকে আলোচিত হয়েছিলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ মাসের সেই কন্যার সামনে অর্ধশত হাঁকালেন ‘সুপার মম’ বিসমাহ।
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪ রানেই ৪ উইকেট হারায়। সেখান থেকে তারা প্রায় দুইশ রানের স্কোর করে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড জুটিতে।
পঞ্চম উইকেটে আলিয়া রিয়াজকে নিয়ে বিসমাহ ৯৯ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ৫০ ওভার শেষে ৬ উইকেটে ১৯০ রান করে তারা।
বিসমাহ ৭৮ রানে অপরাজিত ছিলেন। ছয় নম্বরে নেমে আলিয়া তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ১২২ বলের ইনিংসে বিসমাহ মেরেছেন ৮ চার। আলিয়া ১০৯ বলে ৫৩ রানে আউট হন। শেষ দিকে ফাতিমা সানা ১৪ রান করেন। এছাড়া কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান ওমাইমা সোহেল (১২)। তবে পাকিস্তানের এই ১৯০ রানের সংগ্রহ অস্ট্রেলিয়ার জয় আটকাতে পারেনি।
It would have been great to have a win on #WomensDay but I want to tell all the women, especially little girls around the globe today: you are powerful, amazing & can pursue any dreams, no matter what.
P.S thanks for all the love & prayers for me & my Fatima ❤️ #blessed pic.twitter.com/K2Ge0cV7PI
— Bismah Maroof (@maroof_bismah) March 8, 2022
৩৪ দশমিক ৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার মেয়েরা। অজি ওপেনার অ্যালিসি হিলি ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
আইপিএলে দল পেলে সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকত? প্রশ্ন পাপনের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।