স্মার্টফোন এখন সবার হাতে হাতে কিন্তু ব্যক্তিগত তথ্য নিয়ে বিপদেও ঘাটে ঘাটে। হ্যাকারদের কারণে এখন নিজের স্মার্টফোনটি সুরক্ষিত রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। তবে গুগল আগের চেয়ে এখন আরও বেশী সচেষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন।
গুগল এবার ক্ষতিকর ৭টি অ্যাপকে সরিয়ে ফেলল গুগল প্লে স্টোর থেকে। সঙ্গে স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করা হলো, তারা যেন ভুল করেও এসব অ্যাপ ডাউনলোড না করেন।
আসলে একাধিক অ্যাপের মাধ্যমে ‘ত্রোজন’ জোকার ম্যালওয়্যার অজান্তেই আপনার স্মার্টফোনে প্রবেশ করছে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। কখন পাসওয়ার্ড হাতিয়ে আপনার অ্যাকাউন্ট খালি করে দেবে, আপনি টের পাবেন না। আর যখন জানতে পারবেন অনেক দেরি হয়ে যাবে।
সে কারণেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিপদ থেকে রক্ষা করতে সাতটি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলো বিপজ্জনক হয়ে উঠেছে।
এ অ্যাপগুলো আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। পাশাপাশি জেনে রাখুন কীভাবে ত্রোজন জোকার ম্যালওয়্যারের হাত থেকে বাঁচবে আপনার ফোন। আর অজানা কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করাই ভালো। সেইসঙ্গে যে অ্যাপগুলো কম সংখ্যায় ডাউনলোড হয়েছে, সেগুলোও এড়িয়ে চলুন।
অ্যাপ ডাউনলোড করার সময় বিস্তারিত তথ্যে অনেক সময় অনেক বানান এবং ইংরেজি লেখায় ভুল থাকে। সেগুলো ডাউনলোড না করাই ভালো। ছয় মাস ধরে ডাউনলোড করা কোনো অ্যাপ ব্যবহার না করে থাকলে তা এখনই ডিলিট করে ফেলুন।
সব সময় সতর্ক থাকুন। আনইউজুয়াল কিছু দেখলেই চেষ্টা করুন বিপদমুক্ত থাকার। নিজে না বুঝলে দক্ষ কারো কাছ থেকে সাহায্য নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।