৭০০ টাকায় প্রীতম-শেহতাজের প্রেম, যার শর্ত পূরণ করে বিয়ে

প্রীতম

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনীরা হাশেম। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আয়োজন করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রীতম-শেহতাজের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি ফেসবুকে প্রীতম-শেহতাজের ছবি দিলে দুই তারকার বিয়ের বিষয়টি আলোচনায় আসে।

প্রায় পাঁচ বছর আগে ‘জাদুকর’ নামে একটি গানের ভিডিওতে কাজ করতে গিয়ে বন্ধুত্ব। যেসময়ই শেহতাজকে প্রেমের প্রস্তাব দেন প্রীতম হাসান। কিন্তু এখানেই থেমে থাকেননি প্রীতম, পাশাপাশি শেহতাজের মাকেও বলেন তাদের ভালো লাগার কথা। এমন কথা শুনে শেহতাজের মা প্রীতমকে বিশাল বড় একটা শর্তের তালিকা দিয়ে বলে ‘তোমার এই এই জিনিসগুলো থাকলে আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আমি পাঁচ বছর ধরে আমার শাশুড়ি দেয়া সব শর্ত পূরণ করি আর শেহতাজকে বিয়ে করি।
প্রীতম
প্রীতম হাসান বলেন আরো বলেন, আমি যখন শেহতাজকে প্রপোজ করি আমি একদম নতুন ছিলাম, আমার গানে তেমন ভিউ ছিল না, পকেটে তেমন টাকাও ছিল না। শেহতাজকে বলি, শেহতাজ তোমাকে এখন দেয়ার মতো কিছু নাই, পকেটে আছে আজকে শুধু ৭০০ টাকা। তাই আপাতত তোমাকে মন ছাড়া কিছু দিতে পারব না।

ওইযে আমার একটা গান আছে না ‘মন নিয়ে আমি তো করি না খেলা’ বাস্তবেও আমি তেমন। তাই এই জায়গার সব মেয়েদের বলছি কোনো ছেলে যদি পকেটে ৭০০ টাকা নিয়ে তোমার সঙ্গে ডেটে যেতে চায় তাহলে বুঝে নিও সে নিজের আরো অনেক শখ বাদ দিয়ে তোমার সঙ্গে ডেটে যাচ্ছে, তাকে ফিরিয়ে দিও না। আর শেহতাজকে অনেকেই তেমন জানে কারন সে পাবলিকলি তেমন কথা বলে না। সে এতো ওনেস্ট একটা মেয়ে বলে বোঝানো যাবে না, শেহতাজ আশেপাশে থাকলে আমি অন্য দুনিয়াতে থাকি। তাকে পেয়ে আমি ভাগ্যবান।

বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয়েও বেশ নাম করেছেন তিনি। বৃহস্পতিবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।

অন্যদিকে, কয়েক বছর ধরে মডেলিং করছেন শেহতাজ। অভিনয়েও দেখা গেছে তাকে। করেছেন গানও।

লন্ডনে ছেলের মা হলেন অভিনেত্রী ঈশিকা