আন্তর্জাতিক ডেস্ক : ৭০ দিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন যুক্তরাষ্ট্রের এক বয়োজ্যেষ্ঠ নারী।৪ নভেম্বর জার্নাল সেলে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জানা গেছে, উপসর্গহীন করোনায় আক্রান্ত ছিলেন ৭১ বছর বয়সী ওই নারী। পাশাপাশি ব্লাড ক্যান্সারেও আক্রান্ত ছিলেন তিনি।ফলে অত্যন্ত দুর্বল হওয়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতাও তেমন ছিল না।
এদিকে এই তথ্য সামনে আসার পর থেকেই বেশ চিন্তিত হয়ে উঠেছেন গবেষকরা। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে জানানো হয়েছিল অন্য জটিল রোগে ভুগছেন এমন ব্যক্তির যদি করোনা হয়, তবে তা ২০দিনের বেশি স্থায়ী হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।