আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে দীর্ঘ ৭০ বছর রাজত্ব করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যৃর পর উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছেন তার পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ। রানির পর রাজা আসায় দেশটিতে জাতীয় সংগীতসহ অনেক কিছুতেই পরিবর্তন আসছে।
যুক্তরাজ্যের জাতীয় সংগীতে এতোদিন ধরে গাওয়া হয়েছে গড সেভ দ্য কুইন। আর এখন থেকে গাওয়া হবে গড সেভ দ্য কিং। শুধু জাতীয় সংগীত নয় রানির পর রাজার আগমন ঘটনায় দেশটিতে আরও কিছু বিষয়ে আসছে পরিবর্তন।
বদলে যাচ্ছে যুক্তরাজ্যের ব্যাংক নোট। ১৯৬০ সাল থেকে দেশটির সব ধরনের ব্যাংক নোট ও কয়েনে রয়েছে রানির ছবি। এবার নোটে আসবে রাজার ছবি। রীতি অনুযায়ী, নতুন কয়েনে রাজার বাঁ দিকের মুখের অবয়ব থাকবে।
১৯৬৭ সালের পর থেকে রয়্যাল মেইলের সব ধরনের ডাক টিকিটে রানির মুখচ্ছবি ব্যবহৃত হয়েছে। এবার নতুন ডাকটিকিট তৈরির কার্যক্রম চলবে। যদিও আগের ছাপা হয়ে যাওয়া ডাক টিকিটগুলোর বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। এছাড়া, পরিবর্তন আসবে পোস্টবক্সে।
আপাতত রানির নামে ইস্যু হওয়া সমস্ত পাসপোর্টের বৈধতা থাকবে। তবে নতুন পাসপোর্টগুলো রাজার নামে ইস্যু হবে। অর্থাৎ, টু হার ম্যাজেস্টি শব্দটি পরবর্তিত হয়ে টু হিজ ম্যাজেস্টি হবে।
এদিকে, রাজকীয় সিল ও অনুমোদনের ভাষায় আসবে পরিবর্তন। বর্তমানে কোনও পণ্যের অনুমোদনের ক্ষেত্রে লেখা হয়, বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট টু হার ম্যাজেস্টি দ্য কুইন যা পরিবর্তিত হয়ে রাজার নাম হবে।
বাগানে চা পাতা তুলতে গিয়ে এ কী দেখলেন শ্রমিকরা!এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।