আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের বির্মূত ধারার বিখ্যাত চিত্রশিল্পী পিটার কর্নেলিস মন্ডরিয়ান। শিল্পকর্মে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করার জন্যও তিনি পরিচিত। সেই পিটারের বিখ্যাত একটি শিল্পকর্ম পৌন এক শতাব্দী উল্টোভাবে ঝুলছিল। এ কথা শুনে কৌতুক মনে হলেও বিষয়টি পুরোপুরি সত্য।
গবেষকের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পিটারের ‘নিউইয়র্ক সিটি ১’ শিরোনামের শিল্পকর্ম ৭৫ বছর ধরে বিভিন্ন গ্যালারিতে উল্টোভাবে ঝুলেছে।
ঠিক যেন একটু অন্যভাব পিটারের চিন্তার প্রতিনিধিত্ব করছিল এই ‘মহাভুল’। যেখানে ছবি টানানোর ব্যাকরণটাই বদলে গিয়েছে। তিনি মনে করতেন, আর্ট বাস্তবতার চেয়ে উচ্চতর বিষয়। বাস্তবতার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিক চিত্রকর্ম নির্মাণে বাস্তবতা থেকে যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে, কেননা বাস্তবতা আধ্যাত্মিকতার বিরোধী।
পিটার বলেন, আমরা নিজেদের অদৃশ্য বা বিমূর্ত শিল্পকর্মের মাঝে খুঁজে ফিরি। যেকোনো শিল্পই বাস্তবতার ঊর্ধ্বে হওয়া উচিত, নতুবা মানুষের কাছে এর কোনো মূল্য থাকবে না। তবে শিল্প সব সময়ই প্রকৃতির মাঝে নিহিত থাকে।
‘নিউইয়র্ক সিটি ১’ শিরোনামের চিত্রকর্মটি পিটারের ১৯৪১ সালের কাজের অসমাপ্ত সংস্করণ। পেইন্টেড পেপার টেপের স্ট্রিপ ব্যবহার করে করা হয়েছে এটি, যা বিভিন্ন ডিজাইনের সঙ্গে পর্যবেক্ষণ অনুসারে ইচ্ছামতো পুনর্বিন্যাস করতে পারবেন একজন শিল্পী।
চিত্রকর্মটি ১৯৪৫ সালে নিউইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট গ্যালারিতে প্রথম প্রদর্শিত হয়েছিল। এরপর একাধিক গ্যালারি উজ্জ্বল করেছে। সেই ১৯৮০ সাল থেকে জার্মান রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার শিল্প সংগ্রহে উল্টোভাবেই ঝুলে আছে।
বিষয়টি জানার পরও গ্যালারি কর্তৃপক্ষ বলছে, শিল্পকর্মটি আপাতত একইভাবে প্রদর্শিত হতে থাকবে। কেননা ভুল ঠিক করতে গিয়ে এর ক্ষতির হতে পারে।
মিউজিয়াম তত্ত্বাবধায়ক সুজান মেয়ার-বুসার চলতি বছরের শুরুতে পিটারের নতুন প্রদর্শনী নিয়ে কাজ করতে গিয়ে ‘মহাভুল’টি লক্ষ্য করেছিলেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘নিউইয়র্ক সিটি ১’ এখন ঠিক করার জন্য ডানদিকে ঝুলানো হলে ভেঙে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।