নতুন বছরের শুরুতেই জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। দেশের উত্তরাঞ্চলসহ মোট সাতটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌ, সড়ক ও আকাশপথের যোগাযোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।

বর্তমানে যে সাতটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো— গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হলেও শীতের তীব্রতা খুব একটা কমবে না।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদী অববাহিকার এলাকাগুলোতে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৩ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৫ জানুয়ারির পর থেকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা পুনরায় কমতে শুরু করতে পারে।
সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


