অর্থনীতি ডেস্ক : নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বছরের শুরু থেকেই স্বর্ণের বাজার টালমাটাল অবস্থায় রয়েছে। চাহিদা বৃদ্ধির জের ধরে একবার স্বর্ণের দাম বাড়ছে, পরক্ষণেই ফের কমে আসছে। উত্থান-পতনের ধারাবাহিকতায় গত মঙ্গলবার স্বর্ণের বাজারে বড় উল্লম্ফন দেখা গেছে। ওইদিন মূল্যবান ধাতুটির দাম বেড়ে সাত বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে উঠেছে। খবর বিজনেস লাইন ও মার্কেট ওয়াচ।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রাইস ইনডেক্স অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ওঠে ১ হাজার ৭৪১ ডলার ৯০ সেন্টে। ২০১২ সালে ডিসেম্বরের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ স্পটমূল্য। অন্যদিকে দিন শেষে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৭৬১ ডলার ৪০ সেন্টে, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
স্বর্ণের এ মূল্যবৃদ্ধির পেছনে কার্যত দুটো কারণ চিহ্নিত করেছেন খাতসংশ্লিষ্টরা। প্রথমত, নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বিনিয়োগকারীর মধ্যে নিরাপদ বিবেচনা করে বাড়তি স্বর্ণ কেনার প্রবণতা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান খাতে বিদ্যমান অনিশ্চয়তা।
মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ১ কোটি ৬৮ লাখ মানুষ বেকার তহবিল থেকে ভাতা পেতে সরকারের কাছে আবেদন করেছে। আগামী দিনগুলোয় কাজ হারাবেন, এমন শঙ্কায় ভুগছেন অনেক মানুষ। স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে ও সম্ভাব্য মন্দার ক্ষয়ক্ষতি সীমিত রাখতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড ২৩ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।
ভাষান্তর : বণিক বার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।