জুমবাংলা ডেস্ক : চট্রগ্রমের পটিয়ায় ৭ বছরের শিশু মায়শা আকতারকে সৎ মা নিশু আকতার ব্লেড দিয়ে ক্ষত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শিশুতে তার বাবা নাজিম উদ্দীন গতকাল পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সৎ মা শিশুটির দুই হাত, পা ও শরীরের বিভিন্ন অঙ্গ ব্লেড দিয়ে ক্ষত করে গুরুতর আহত করে।
স্বামী নাজিম উদ্দিন বাদী হয়ে তার স্ত্রী ও শ্বাশুড়ির বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া শোভনদন্ডী ইউনিয়ন রশিদাবাদ গ্রামের রিকশাচালক নাজিম উদ্দিনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পার্শ্ববর্তী করিম সওদাগরে কন্যা নিশু আকতারকে তিন বছর আগে বিয়ে করেন। নাজিমের প্রথম সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে নয় মাসের এক কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারের নয় মাসের শিশুকে দেখা শুনার বিষয়ে সৎ মা প্রায় সময় মায়শাকে নির্যাতন করে। সারা শরীরে ব্লেড দিয়ে ক্ষত ও পিটিয়ে জখম করে।
রিকশাচালক নাজিম উদ্দিন জানান, তার দ্বিতীয় স্ত্রী নিশু আকতার প্রথম সংসারের কন্যা মায়শাকে প্রায় সময় বিভিন্নভাবে নির্যাতন করতেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে সৎ মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।