জুমবাংলা ডেস্ক : রাজশাহীর দুর্গাপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ব’লাৎকার করেছে এক কিশোর। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর ঝুঁপদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, মঙ্গলবার দুপুরে একই গ্রামের জাহিদ কারিগরের কিশোর ছেলে জনি কারিগর ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে পাশের কলিমুদ্দিনের পানের বরজে নিয়ে যায়। পরে সেখানে তাকে ব’লাৎকার করে জনি। এরপর ওই শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে তাৎক্ষণিক সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলাৎকারের শিকার ওই শিশুকে রামেক হাসপাতাল রেফার্ড করেন। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, প্রাথমিক অবস্থায় শিশুটির বলাৎকারে চেষ্টার আলামত পাওয়া গেছে। শিশুটিকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি খুরশিদা বানু জানান, ঘটনাটি আমি শুনেছি, তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।