আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি কাউন্টিতে আগুনে পুড়তে থাকা বাড়ির জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজের বোনকে রক্ষা করেছে সাত বছরের এক শিশু। এলি নামে ওই শিশুর সাহসিকতার গল্প এখন মানুষের মুখে মুখে ফিরছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ডিসেম্বরের ৮ তারিখ রাতে ডিনারের পর ক্রিস এবং নিকোলে ডেভিডসন তাদের তিন সন্তানকে ঘুম পাড়িয়ে নিজেদের রুমে চলে যান।
কয়েক ঘণ্টা পর নিকোলে পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠেন। ততক্ষণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
ক্রিস এবং নিকোলে দুই সন্তানকে নিয়ে বের হতে পারলেও আটকে পড়ে তাদের ২২ মাস বয়সী সন্তান এরিন। শিশুশয্যার আলাদা জায়গায় এরিনকে রাখা হয়েছিল। রুমটির চারদিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ক্রিস সিএনএনকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি এরিনের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। ওকে জানালা দিয়ে বের করার চেষ্টায় ছিলাম সবাই। মনে হচ্ছিল কিছুই করতে পারবো না। জানালা দিয়ে এলি তখন ঢুকে যায়। ওই অবস্থায় সে এরিনকে বের করে আনে।
তিনি বলেন, ও চোখের পলকে যা করেছে, আমরা বড়রাও তা করতে পারতাম না। এর চেয়ে গর্ব আর হয় না।
ক্রিস আরও বলেন, এরপর দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু সকাল পর্যন্ত ঘরের কিছুই অবশিষ্ট ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



