জুমবাংলা ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদে ৯ হাজার ১১৪ জন প্রার্থী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান ছাড়া কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।