স্পোর্টস ডেস্ক : আগামীককাল থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। নাম প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে প্রথম ম্যাচে একাদশে তাই থাকছে একাধিক চমক। কেমন হতে পারে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশ? আসুন জেনে নেই।
ওপেনিং জুটিতে লিটন দাস এর সাথে থাকবেন সৌম্য সরকার। সাকিব-আল-হাসান না থাকায় একাদশ সাজাতে বিপদেই পড়তে হবে বাংলাদেশ দলকে। টপ অর্ডারের মুশফিকুর রহিম সহ দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল্লাহ রিয়াদ, এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে।
সাকিব আল হাসান একাদশে না থাকায় একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে একাদশে। সেক্ষেত্রে আমিনুল ইসলাম বিপ্লব এর সাথে দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। এছাড়া দেখা যেতে পারে ২ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলামকে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম, আবু হায়দার রনি।
ভারতের টি-টুয়েন্টি স্কোয়াড : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, সুরেশ লায়ার, মনিশ পান্ডে, সঞ্জু স্যামসন, রিশাব পান্ত, শিভাম দুবে, কুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, চাহাল, রহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, সিদ্ধর্থ ঠাকুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


