Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ৮০ টাকার কমে মিলছে না সবজি, সাধারণ মানুষের হাঁসফাঁস
    অর্থনীতি ডেস্ক
    অর্থনীতি-ব্যবসা

    ৮০ টাকার কমে মিলছে না সবজি, সাধারণ মানুষের হাঁসফাঁস

    অর্থনীতি ডেস্কSoumo SakibAugust 16, 20254 Mins Read
    Advertisement

    চট্টগ্রামে হঠাৎ অস্থির নিত্যপণ্যের বাজার। শুধু নিত্যপণ্য নয়, বেড়েছে ভোগ্যপণ্যের দামও। পাইকারি ভোগ্যপণ্যের বাাজার চাক্তাই-খাতুনগঞ্জে খুচরা বাজারে কেজিপ্রতি ৯০ টাকার কমে মিলছে না পেঁয়াজ। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকার কাছাকাছি দামে। যদিও দুই সপ্তাহ আগে পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকার নিচে। এক মাসের ব্যবধানে চাল, ডাল, আটা, মুরগির ডিম, সোনালি মুরগি, মাছ ও বেশকিছু সবজির দাম সর্বোচ্চ ৫৫ শতাংশ বেড়েছে। আয়ের সঙ্গে সংগতি না থাকায় খাদ্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ ক্রেতা। এতে নিম্ন ও নির্দিষ্ট আয়ের পরিবারগুলোয় আর্থিক চাপ আরও বেড়েছে। ৮০ টাকার কমে মিলছে না কোনো সবজি। বাজারে সবজির পাশাপাশি বেড়েছে মাছের দামও।

    ৮০ টাকার কমে মিলছেসংশ্লিষ্টরা বলছেন, নানা অজুহাতে বেড়েছে পণ্যের দাম। প্রশাসনের তদারকির কথা থাকলেও তেমন কোনো মনিটরিং নেই বললেই চলে। পণ্যমূল্যের ভারে হাঁসফাঁস নিম্নবিত্তের জীবন। শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত শ্রেণিও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে একাধিক কারণ। কাঁচামালের দাম বৃদ্ধি, ডলার সংকট, সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাতের কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

    চট্টগ্রামে বাজার মনিটরিংয়ের পরও দিনদিন অস্থির হয়ে পড়ছে ভোগ্যপণ্যের বাজার। কোনো পণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। সরকার নির্ধারিত দাম কাগজে-কলমে থাকলেও বাজারের কোথাও এ দামে পণ্য বিক্রি হচ্ছে না। এছাড়াও ভোজ্যতেল চালসহ নানা পণ্যের দাম বেড়েছে। বাড়তি দামে এসব পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এ অবস্থায় অনেকেই অতিপ্রয়োজনীয় ২/১টি জিনিস কিনে বাকি পণ্য না নিয়েই ফিরে যাচ্ছেন।

    জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং জোরদার করেছে। শুধু জেলা পর্যায়ে নয়, উপজেলা পর্যায়েও টাস্কফোর্স কমিটি ব্যাপকভিত্তিক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। একইভাবে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছে জেলা প্রশাসন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যে কোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা অব্যাহত আছে।

       

    ব্যবসায়ীরা বলছেন, কোনো কারণ ছাড়াই বেড়েছে চালের দাম। বাজারে প্রতি কেজি মোটা চাল এখন ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৫৫-৫৬ টাকা। সরু চাল বিক্রি হচ্ছে ৮৮-৯০, যা আগে ছিল ৮৫ থেকে ৮৮ টাকা। উত্তরাঞ্চলের মিল মালিকরা পরিবহণ সংকট, সরবরাহ সংকট, টানা বৃষ্টি, ধানের দাম বৃদ্ধি এবং মজুত কমে যাওয়াসহ নানা অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন। সিন্ডিকেট কারসাজি করে প্রতিবছরের একটি নির্দিষ্ট সময়ে চালের বাজার অস্থির করে তোলেন মিল মালিকরা। এছাড়া অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। মূলত প্রশাসনের নজরদারির অভাবকে পুঁজি করে ধান-চালের দাম ওঠানামা করান আসাধু ব্যবসায়ী। অন্যদিকে নগরীর চাক্তাইয়ের মিল মালিকরা বলছেন, গত দুই মাসে মনপ্রতি ধানের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। যার প্রভাব পড়েছে চালের বাজারে।

    চাক্তাই-খাতুনগঞ্জে ভালো মানের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা, যা ১০ দিন আগের চেয়ে ১৫ থেকে ২০ টাকা বেশি। পাইকারি বাজারে এক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ছিল ৫৫ থেকে ৫৮ টাকা। এই মানের পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬৫ টাকায়। মাঝারি মানের দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৭২ টাকায়, যা আগে ছিল ৫০ টাকার কম। এই মানের পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। খুচরা বাজারে আগে ছিল ৫৫-৫৮ টাকা। আরও নিম্নমানের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। খুচরা বাজারে এই মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি দামে। এক সপ্তাহ আগে যা ছিল ৪৬-৫০ টাকা।

    পাহাড়তলী বাজারের চালের আড়তদার কামরুল হুদা বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন মিল ও মোকাম চালের দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বেড়েছে পরিবহণ খরচও। এ কারণে চট্টগ্রামেও বাড়ছে চালের দাম। এখানে আমাদের কোনো হাত নেই।’

    বেড়েছে মসুর ডালের দামও। দেশি মসুর ডালের দাম কেজিতে ১১ থেকে ১৪ শতাংশ বেড়ে এখন ১৫৫ থেকে ১৬০ টাকা। খোলা আটার দাম কেজিতে ১২ শতাংশ বেড়ে ৪৫ টাকা।

    টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বাজারে ৮০ টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁকরোল, ঝিঙা, পটোল, ঢ্যাঁড়শ, শসা, করলা প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ১২০, বেগুন ৮০-১০০ ও টমেটো ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর মুখি ও মুলা কেজিপ্রতি ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গাজর ১৬০, হাইব্রিড শসা ৬০, শালগম কেটি ৮০ ও কাঁচা কলার হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা। আর আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে।

    চট্টগ্রামে বেড়েছে মাছের দামও। খুচরা বাজারে এক-দেড় কেজি ওজনের ইলিশ ২০০০-২৪০০ টাকা, ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০, এক কেজির কিছু কম ওজনের ইলিশ ১৮০০-২০০০ এবং জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০-৭৫০ টাকায়। দুই-আড়াই কেজি ওজনের বড় ইলিশ প্রতি কেজি তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০-৫০০, লইট্যা ২০০-২২০, ফাইস্যা ১৮০-২০০, কোরাল ৬০০-৯০০, রূপচান্দা আকারভেদে ৩৫০-৭০০, আইড় ৪০০-৬৫০ এবং চিংড়ি ৬৫০-১২০০ টাকা। সোনালি মুরগির দাম এমনিতেই বাড়তি ছিল। নতুন করে ৭ থেকে ১০ শতাংশ বেড়ে এখন ৩২০-৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি ১৬৫-১৭০, দেশি মুরগি ৬০০-৬২০, কক ৩৫০ এবং জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। অন্যান্য মাংসের মধ্যে গরুর কেজি ৮৫০-৯৫০ টাকা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৮০ Bangladesh vegetable price market crisis vegetable price অর্থনীতি-ব্যবসা কমে ক্রেতা সমস্যা টাকার না বাজার সংকট মানুষের মিলছে সবজি সবজির দাম সাধারণ হাঁসফাঁস,
    Related Posts

    ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

    September 22, 2025

    বিকাশ-এ টোল পরিশোধ, নিমেষেই পার যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার

    September 22, 2025

    ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    September 22, 2025
    সর্বশেষ খবর
    আইফোন এয়ার টিয়ারডাউন

    iFixit-এর আইফোন এয়ার টিয়ারডাউন: মেরামতযোগ্যতা স্কোর ও ব্যাটারি ক্ষমতা

    where and how to watch marseille vs psg

    Where and How to Watch Marseille vs PSG: Live Stream, TV Channel, and Kick-Off Time

    অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ড

    Android ফোনে কল রেকর্ডের সহজ উপায়

    আইফোন ১৭e

    আইফোন 17e নিয়ে সর্বশেষ: লঞ্চ শীঘ্রই, ফিচার কী?

    আইপ্যাডওএস ২৬ আপডেট

    iPadOS 26: অ্যাপল টাচস্ক্রিন ম্যাকবুক লঞ্চে প্রস্তুত

    Samsung Galaxy S26 Pro Video Feature

    স্যামসাং গ্যালাক্সি এস২৬ লিক: প্রো ভিডিও আপগ্রেডে আইফোন ১৭ প্রো কে চ্যালেঞ্জ

    Ray-Ban Meta Wayfarer

    Ray-Ban Meta Wayfarer রিভিউ: ব্যবহারের পরই বিশ্বাসযোগ্য

    British F4

    How Ethan Jeff-Hall and Tommy Harfield Shared Silverstone Victory on Sunday

    Pakistan Air Force Khyber Valley Strike

    Why Protest Erupts After Pakistan Air Force Strike Kills 30 in Khyber Valley

    Charlie Kirk funeral

    Trump Honors Charlie Kirk as ‘Great American Hero’ at Memorial

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.