Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আভ্রতের তামিলনাড়ুর পুডোকোট্টাইয়ের বাসিন্দা ভেট্রিভেল এবং পিচাই। পেশায় কৃষক ভেট্রিভেল জীবনের ১০৪টি বসন্ত কাটিয়ে ফেলেছেন। পিচাই তার থেকে মাত্র বছর চারেকের ছোট।
প্রায় আশি বছর আগে ঘর বাঁধেন দু’জনে। তারপর থেকে আর কেউ কখনই আলাদা থাকেননি, এমনকি তাদের মৃত্যুও হলো এক ঘণ্টা আগে-পরে।
সোমবার (১১ নভেম্বর) হঠাৎ বুকের ব্যথায় মৃত্যুবরণ করেন ভেন্ট্রিভেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪। স্বামীর এমন মৃত্যুর শোক সইতে পারেন নি শতবর্ষী স্ত্রী পিচাই। স্বামীর মৃত্যুর এক ঘন্টার মধ্যে মারা যান পিচাই।
এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে আছেন ভেন্ট্রিভেল ও পিচাইয়ের পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।