অর্থনীতি ডেস্ক : সরকারের ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রম’ এর আওতায় চলতি অর্থবছরে বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি পাচ্ছেন ৭৯ লক্ষ ২৫ হাজার দুঃস্থ ও অসহায় মানুষ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এতে বলা হয়, এর মধ্যে ৪৪ লক্ষ বয়স্ক মানুষ এবং ১৭ লক্ষ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে নিয়মিতভাবে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা দেয়া হচ্ছে ।
অপরদিকে জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে ১৫ লক্ষ ৪৫ হাজার প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা এবং মাসিক ৭৫০ থেকে ১৩০০ টাকা হারে ১ লক্ষ প্রতিবন্ধী শিশুকে দেয়া হচ্ছে শিক্ষা-উপবৃত্তি।
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের মাসে যথাক্রমে সাতশ’, আটশ, এক হাজার ও ১৩শ’ টাকা দেয়া হয়ে থাকে।
বেসরকারি এতিমখানায় প্রতিপালিত ১ লক্ষ এতিমশিশুও মাথাপিছু মাসিক ২০০০ টাকা হারে ক্যাপিট্যাশন গ্রান্ট পাচ্ছে। এমনকি ৫০ হাজার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হচ্ছে বিশেষভাতা।

৬০০ টাকা হারে ভাতা পাচ্ছেন ২৬০০ হিজড়া। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ হাজার ৯০০ শিশু এবং ১২৪৭ হিজড়া শিশুও পাচ্ছেন সরকারে বিশেষ উপবৃত্তি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল ভাতা ও বৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।