Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোরের সদর থানায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮০ হাজার মার্কিন ডলারসহ মইনুদ্দিন ও রাসেল নামে দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে নাটোর পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলেসের বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশ।
এ সময় ওই দুই যুবকের স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা ডলারগুলো উদ্ধার করা হয়। আটক যুবকদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।