ফ্যামিলি কার্ড নিয়ে ভোগান্তিতে রয়েছে দেশের দরিদ্র জনগণ। টিসিবির ৮২ শতাংশ স্মার্ট ফ্যামিলি কার্ড এখনো সচল হয়নি। বিপুল অর্থ খরচ করে এই স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরীর পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু এর সুফল পাচ্ছে না দরিদ্র জনগণ।
![TCB Smart Family Card](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/resize-1.webp?resize=788%2C443&ssl=1)
টিসিবি বলছে সিটি কর্পোরেশনের গাফেলতির কারণে এটি সম্ভব হয়নি। কিন্তু সিটি কর্পোরেশন বলছে ভিন্ন কথা। তারা মনে করে যে, জনবল সংকটের কারণে এটি করা যাচ্ছে না। এ ফ্যামিলি কার্ডের পিছনে কেন অপরাজনীতি করা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়।
অর্থনীতিবিদরা মনে করে যে, ফ্যামিলি কার্ড দেওয়ার পেছনে যদি রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় তাহলে দরিদ্র জনগণ অবহেলার শিকার হবেন। উপদেষ্টারা মনে করে যে, ফ্যামিলি কার্ড তৈরিতে অবহেলা করা হচ্ছে। যতগুলো ফ্যামিলি কার্ড রেডি করা হয়েছে তা বিতরণ করা নিয়ে গড়িমসি করা হচ্ছে। এর ফলে বঞ্চিত হচ্ছে দরিদ্র জনগ। তারা ফ্যামিলি কার্ড হাতে না পাওয়ার কারণে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছে না।
টিসিবি বলছে, প্রস্তুত হওয়া সব কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সক্রিয় কার্ডের উপকারভোগীদের পণ্য দিতেও প্রস্তুত সংস্থাটি। তাহলে, সক্রিয় হচ্ছে না কেনো? আর এর দায়-ই বা কার?
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ফ্যামিলি কার্ড এক্টিভিশনের দায়িত্বে যারা রয়েছেন (সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিস ও স্থানীয় পর্যায়ে টিএনও অফিস), তারা সঠিক সময়ে এক্টিভিশন সম্পন্ন না করলে ডিলাররা পণ্য বিক্রি করতে পারবেন না। তবে ইতোমধ্যেই পণ্য ডিলারদের কাছে পৌঁছানো হয়েছে।
টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় করা যাদের দায়িত্ব, সেই কর্তারা বলছেন, জনবল সংকটের কারণে নিম্ন আয়ের মানুষকে সরকারের দেয়া সুবিধা পৌঁছে দিতে পারছেন না তারা।
এদিকে, সরকার পরিবর্তনের পর থেকেই টিসিবির ভুয়া সুবিধাভোগী বাদ দিতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। এ অবস্থায়, সুবিধাভোগী নির্বাচনে সরকারকে কার্যকরী রোল মডেল তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম বলেন, এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে অনিয়ম-দুর্নীতি এড়ানো যায়। নাগরিক হিসেবে যোগ্য ব্যক্তি বঞ্চিত করার কোনো সুযোগ নেই। দল-মত-ধর্ম নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে পণ্য সেবা দিতে হবে।
প্রকৃত সুবিধাভোগী নির্বাচন জটিলতায় যখন ধীরগতি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে; তখন কার্ড ছাড়াই ট্রাকে করে সবার জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।