স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৩৮ বছর পর অবশেষে স্বীকৃতি পেল ‘কপিলস ডেভিলস’। ১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারালেও, প্রথমবার বিশ্বকাপ জিতে ভারতীয় দল পেয়েছিল মাত্র ২১০০ টাকা! তবে রণবীর সিংয়ের ‘৮৩’ সিনেমার জন্য কপিল দেব একাই পেয়েছেন ৫ কোটি টাকা! গোটা দলকে মোট ১৫ কোটি টাকা দিয়েছে এই সিনেমার নির্মাতারা! চোখ কপালে তুলে দেওয়া তথ্য সামনে এসেছে।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়ের অভিযান নিয়ে তৈরি এই সিনেমা। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সিনেমায় উঠে আসবে সেই বিশ্বকাপে ভারতীয় দলের অভিযান থেকে শুরু করে লর্ডসের ব্যালকনিতে কপিলের ট্রফি হাতে তুলে নেওয়ার ঐতিহাসিক মুহূর্ত। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। ভারতের বাইরে বিদেশেও প্রচার তুঙ্গে সিনেমাটির। এর ধারাবাহিকতায় জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখানে প্রশংসিত হয়েছে এটি।
ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠা পেলেও ‘কপিলস ডেভিলস’-এর পকেট ভরেনি তখন। সেটা নিয়ে একাধিক জায়গায় আক্ষেপ করেছেন তার সেই ‘অমর একাদশ’-এর সতীর্থরা। তবে এ বার তাদের সেই আক্ষেপ মিটে গেল।
জেদ্দায় প্রিমিয়ারের পরই ‘৮৩’ টিম চলে যায় দুবাইয়ে। কয়েক দিন আগে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘৮৩’ সিনেমার স্ক্রিনিং হয়েছিল। সেখানে হাজির হয়ে চমকে গিয়েছেন রণবীর-দীপিকা। কেননা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় দেখানো হয়েছে তাদের অভিনীত ‘৮৩’ সিনেমার ট্রেলার। সেখানে উপস্থিত ছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংরা। ‘কপিলস ডেভিলস’ সেই স্ক্রিনিং দেখে নস্টালজিক হয়ে পড়ে।
এর আগে বুর্জ খলিফায় একাধিকবার শাহরুখ খানের মুখ ভেসে উঠেছে। কখনও শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে আবার কখনও কিং খানের কোনো সিনেমার প্রমোশনের সময়। এবার সেই একই সম্মান পেলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।