স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গন্ধ এখনও শরীর থেকে মুচে যায়নি। অথচ সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এই ইংল্যান্ডকেই এ কি লজ্জায় ডোবালো টেস্ট আঙ্গিনায় সদ্য নাম লেখানো আয়ারল্যান্ড? ক্রিকেটের তীর্থভূমি ঐতিহাসিক লর্ডসে টেস্ট খেলতে নেমে আইরিশ বোলারদের তোপের মুখে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড!
মাত্র এক সপ্তাহ আগে বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট পরেছে ইংলিশরা। এখনও শরীর থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া উদযাপন করতে গিয়ে যে ঘাম হয়েছিল তার গন্ধও মুচে যায়নি। তার আগেই আবার মাঠে নামতে হয়েছে ইংলিশদের।
কিন্তু মাঠে নেমে এতটা বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ক্রিকেটের জনক বলে পরিচিত, স্বাগতিক ইংল্যান্ডকে- তা হয়তো কল্পনাও করতে পারেনি তারা। ৪৩ রানে যখন ৭ উইকেটের পতন ঘটেছিল, তখন তো ইতিহাসের লজ্জার মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল ইংলিশরা। নিজেদের সর্বনিম্ন ৪৫ রানের রেকর্ডই না ভেঙে ফেলে এবারের জো রুট অ্যান্ড কোং!
১৮৮৭ সালে সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হয়েছিল ইংলিশরা, অস্ট্রেলিয়ার কাছে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৪৬ রানে অলআউট হওয়ার লজ্জায় পুড়েছিল তারা। তবে, দু’বারই ইংলিশদের প্রতিপক্ষ ছিল সময়ের সেরা দুই দল।
কিন্তু এবার? ক্রিকেটে এখনও যারা নিতান্তই নবজাতক- সেই আয়ারল্যান্ডই কি না নাকানি-চুবানি খাইয়ে ছাড়লো ইংলিশদের। শেষ মুহূর্তে স্যাম কুরান আর ওলি স্টোন একটু দৃঢ়তা দেখাতে না পারলে তো মহা লজ্জাতেই পড়তে হতো ইংলিশদের।
তবুও ঘরের মাঠে, ক্রিকেটের মক্কা নামে খ্যাত লর্ডসে, যেখানে ইংলিশরা অজেয়, সেখানে কোথাকার কোন পুঁচকে আয়ারল্যান্ডের কাছে ২৩.৪ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট! অবশ্যই এটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য একটা লজ্জা! লজ্জা!! লজ্জা!!!
ক্রিকেটের তীর্থভূমি লর্ডসেই আজ একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণে তাদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছিল, তাতেই তো উড়ে যাওয়ার কথা মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আইরিশদের!
কিন্তু লর্ডসে একি আশ্চর্য, একি বিস্মকর ঘটনারই না জন্ম দিলো আয়ারল্যান্ড! টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৪৩ রান যোগ হতে না হতেই ৭ উইকেটের পতন ঘটিয়ে দেয় আইরিশরা! শেষ পর্যন্ত স্কোরকে ৮৫ পর্যন্ত টেনে নিতে পারলো টেল এন্ডাররা। ১০০ রানও করতে পারলো না বিশ্ব চ্যাম্পিয়নরা!
১০০ রানের আগে অনেকবারই অলআউট হওয়ার রেকর্ড আছে ইংলিশদের। কিন্তু সে সবই সময়ের সেরা সেরা দলগুলোর বিপক্ষে। কিন্তু আয়ারল্যান্ডের কাছে মাত্র ৮৫ রানে অলআউট হওয়া নিশ্চিত বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিশাল এক লজ্জার।
সংক্ষিপ্ত স্কোর
টস : ইংল্যান্ড, ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
ইংল্যান্ড, প্রথম ইনিংস : ৮৫/১০, ২৩.৪ ওভার (জো ড্যানলি ২৩, ওলি স্টোন ১৯, স্যাম কুরান ১৮, ররি বার্নস ৬; টিম মুরতাগ ৫/১৩, অ্যাডেয়ার ৩/৩২, রানকিন ২/৫)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।