জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশায় কারণে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। দুটি ফেরি ধানসিঁড়ি, শাহ আলী আরিচা ঘাটে এবং কিষানি কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।
এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি হাসনাহেনা, বরকত ও কপোতী মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি বনলতা, এনায়েতপুরী, ফরিদপুর, শাহপরান ও গৌরী এবং দৌলতদিয়াতে দুটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ঘাটে বেঁধে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. আব্দুস সালাম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত দেড়টার দিকে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।